মেঘনা প্রতিবেদক
গাজীপুর সিটি কর্পোরেশন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ আমির হোসেন ভুট্টু গাজীপুরের বটতলায় তার অফিস কার্ষ্যলয়ে ভোটার ও সুধীজনের সামনে মঙ্গলবার তার নির্বাচনী ইজতেহার ঘোষনা করেছেন। ইজতেহারে তিনি বলেন,
১। নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তা সংস্কারে নিজস্ব তহবিল থেকে ৩০লক্ষ টাকা ব্যয় করবেন। ২। অসুস্থ্য ওয়ার্ডবাসীর জন্য বিনামুল্যে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করবেন। ৩। মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ে তুলবেন। ৪। বিনামূল্যে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদের ব্যবস্থা করবেন।৫। বেওয়ারিশ লাশ দাফনের জন্য তিনি ৩কাঠা জমি দান করবেন। ৬।পোশাক শ্রমিকরা তাদের টাকা নিয়ে নিরাপদে বাড়ী ফিরতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করবেন এবং সড়ক বাতির ব্যবস্থা করবেন।৭। ওয়ার্ড ভিত্তিক প্রয়োজন অনুযারী পরিচ্ছন্নতাকর্মী দিয়ে কাজ করাবেন। ৮। নতুন বাড়ী নির্মানের সময় ওয়ার্ডবাসীর কাছ থেকে অর্থ গ্রহন করবেন না। ৯। তিনি আরো বলেন কাউন্সিলর হিসাবে প্রাপ্ত সম্মানীর এক তৃতীয়াংশ গ্রহন করবেন বাকী টাকা তিনি এতিমখানা,অসহায় ও দুস্থ্য ওয়ার্ডবাসীর জন্য ব্যয় করবেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য আগামী ২৫মে তাকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
You must be logged in to post a comment.