গুগল–ফেসবুকের ট্যাক্স আদায়ের অগ্রগতি জানাচ্ছেন না এনবিআর চেয়ারম্যান, আদালত অবমাননার রুল

Reporter Name / ২২০ ooo
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।২০২০ সালের ৮ নভেম্বর দেওয়া হাইকোর্টের রায় না মানায় গত ১৯ মে এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। পরে গত ৫ জুন আদালত অবমাননার অভিযোগ করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব)। তাকে সহযোগিতা করেন বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, গুগল, ফেসবুক, আমাজনসহ ইন্টারনেটভিত্তিক কোম্পানি ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভ্যাট–ট্যাক্স আদায়ের নির্দেশ পালন করে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার কথা ছিল। তবে তা বাস্তবায়ন না করায় এনবিআর চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠানো হয়।তিনি বলেন, এরপরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। শুনানি শেষে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category