গুলিস্তানে বিস্ফোরণ: মতলবে দুইজনের বাড়িতে শোকের মাতম

Reporter Name / ১৮০ ooo
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে চাঁদপুর মতলব উত্তর উপজেলার দুই খালাতো ভাই মারা গেছেন। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

ওই দুইজন হলেন- উপজেলার উত্তর ছেংগারচর গ্রামের মোশারফ হোসেন মিয়াজীর ছেলে মানসুর ও পশ্চিম লালপুরের মো. বিল্লাল হোসেন বেপারীর বড় ছেলে শিক্ষার্থী মো. আল-আমিন (২৩)।

সরেজমিন মানসুর ও মো. আল-আমিনের বাড়িতে গিয়ে দেখা যায়, বুধবার তাদের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এলাকাবাসী ও স্বজনদের ভিড়। বাড়ির আঙিনায় খাটিয়ায় মরদেহ রাখা হয়েছে। স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আকস্মিক এই মৃত্যু কিছুতেই  মেনে নিতে পারছেন না স্বজনরা। মানসুর ও মো. আল-আমিনের স্বজনরা বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মানসুর এর ছোট ভাই কাউছার জানান, ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে হাবিব বেডিং স্টোর নামে তাদের একটি দোকান রয়েছে। মঙ্গলবার আমাদের সঙ্গে দেখা করতে আসে আমার খালাতো ভাই ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মো. আল আমিন। আসার পর দোকান থেকে আমার ভাই মানসুর ও আল আমিন বাহিরে চা খাওয়ার কথা বলে বের হন। এর ১০ মিনিট পরেই হঠাৎ বিকট শব্দ শোনা যায় গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায়। বিস্ফোরণ ঘটার পরপরই তাদের খুঁজতে থাকি এবং বারবার ফোন দেওয়া হলেও কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরই মধ্যে একজন লোক মারফতে জানতে পারলাম মানসুরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে দেখি সারি সারি ১৬ জনের মৃতদেহ। ওই ১৬ জনের মধ্যে আমার ভাই মানসুর ও খালাতো ভাই আল আমিনের লাশ দেখতে পেলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category