চাপা পড়া প্রাইভেট কারে মিলল ৫ মরদেহ

Reporter Name / ১৮১ ooo
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ভায়াডাক্টের নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে পাঁচটি মরদেহ পাওয়া গেছে। প্রথমে পুলিশ চার জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

যারা মারা গেছেন তাদের পুরো নাম পাওয়া যায়নি। এটুকু জানা গেছে, নিহতদের মধ্যে আছেন ৫০ বছর বয়সী রুবেল, ২৮ বছর বয়সী ঝর্ণা, ৬ বছর বয়সী জান্নাত ও দুই বছর বয়সী জাকারিয়া। বাকি এক মৃত ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ।

যে দুই জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে, তারা হলেন ২৬ বছর বয়সী হৃদয় ও ২১ বছর বয়সী রিয়া মনি।

জসীম উদ্দীন মোড়ে প্যারাডাইজ টাওয়ারের সামনের সড়কে সোমবার বিকেলে ফ্লাইওভারের ভায়াডাক্টের চাপায় পড়ে একটি প্রাইভেট কার।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভায়াডাক্টটি ক্রেন দিয়ে তোলার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সেটি তোলার সময় সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়নি, যে কারণে এই প্রাণহানির ঘটনাটি ঘটে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন, ‘এ ঘটনায় আমরা পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছি।’

ক্রেন কে চালাচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পাঁচ জনের নাম পেয়েছি। তবে কে ক্রেন চালাচ্ছিলে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

নিহতদের আত্মীয় পরিচয় দিয়ে জাহিদ হাসান শুভ নামে একজন  বলেন, ‘আমার ভগ্নিপতির মেয়ের বিয়ে হয় গত শনিবার। তাদের ভগ্নিপতির বাড়ি কাওলায়। আজকে বৌভাত গেছে। আমরা মেয়ে জামাইসহ বাড়িতে নিয়ে যাচ্ছিলাম।

‘ছেলের বাবা ড্রাইভ করছিলেন। ভাগ্নি আর জামাই জানলার সাইডে ছিল। ওদেরকে বের করা হয়েছে। ভেতরে আমার বোন ভাগ্নিসহ ৫ জন ছিল। সবাই স্পটে ডেড হইছে।’

ক্রেনের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসীন। এই ঘটনায় ঠিকাদারি কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থলে এলেও সব কিছু এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category