চালের দাম আরও কমবে: খাদ্যমন্ত্রী

Reporter Name / ২২৬ ooo
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ওএমএস (খোলা বাজারে বিক্রি) ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কম দামে চাল বিক্রি কার্যক্রম চালু হলে বাজারে চালের দাম আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে, দাম আরও কমবে। গত সপ্তাহে চালের দাম যেটা বেড়েছে, সেটা কমছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো আরও কমবে।

বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কমফোর্টেবল আমদানির জন্য কমফোর্টেবল পেমেন্টের জন্য, যা যা করার দরকার, তা ক্লিয়ার আছে। দ্যাটস এনাফ।’

কমফোর্টেবল বিষয়টি আসলে কী- জানতে চাইলে তিনি বলেন, ‘খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category