টাঙ্গাইলে চিকিৎসক না হয়েও রোগী দেখতেন এক ওষুধ দোকানি। রোগীকে দিতেন ব্যবস্থাপত্র। এমন অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে সাত হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঘটনাটি ঘটে আজ বুধবার সদর উপজেলার সুরুজ বাজারে।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ফার্মেসির মালিক মো. বজলুর রশিদ চিকিৎসক সেজে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া, ফার্মেসির ড্রাগ লাইসেন্সের হালনাগাদ না থাকা এবং মূল্যবিহীন ওষুধ (ফিজিশিয়ান স্যাম্পল) সংরক্ষণ করে রাখার দায়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে সে আর কোনো রোগীকে সেবা দেবে না জানিয়ে মুচলেকা দিয়েছে।’
অভিযানের সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ, কসমেটিকস বিক্রয় না করতে অনুরোধ জানানো হয়। এ ছাড়া সচেতনতা সৃষ্টি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.