টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে ভূমিদস্যু চক্রের জলজালিয়াতি ও জবরদখলের কবল থেকে নিজের সম্পত্তি রক্ষার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর মজুমদার। এব্যাপরে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শনিবার টঙ্গী বড় দেওড়ায় সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ১৯৯৬ সালে টঙ্গী বড় দেওড়া মৌজায় ২০ শতাংশ জমি ক্রয়ের পর থেকেই স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জালজালিয়াতির মাধ্যমে তাকে জমি থেকে বেদখল দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। ওই চক্রটি গত ২৭ মার্চ জমিতে নির্মাণ কাজে বাধা দিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবী করে। এঘটনায় তিনি গাজীপুর আদালতে একটি ফৌজদারী মামলা করেন। এর পর থেকে চক্রটি জমি জবরদখলের জন্য মরিয়া হয়ে উঠছে। এব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কয়েক দফা বিচার সালিশের দিনক্ষন নির্ধারণ হলেও ওই বিবাদীপক্ষ সালিসে উপস্থিত হয়নি। এ অবস্থায় ভূমিদস্যু চক্রের কবল থেকে নিজের সম্পত্তি রক্ষার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একটি মানবাধিকার সংস্থার সহায়তায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সোলেমান হায়দার ও থানার ওসির উপস্থিতিতে মুক্তিযোদ্ধা আলী আকবরের জমির সীমানা নির্ধারণ করা হয়।
You must be logged in to post a comment.