আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বদিকে অন্যতম প্রধান শহর জালালাবাদ। সেখানে তালেবানের পতাকা নামিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন ক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল–জাজিরার সাংবাদিক রক ম্যাকব্রাইড কাবুল থেকে জানান, ‘আফগানিস্তানের অবস্থা এখনো সহিংস। জালালাবাদ থেকে আমরা বেশ কয়েকটি গুরুতর বিশৃঙ্খলার খবর পেয়েছি। কাবুলের পূর্বদিকের এই শহরটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরীও। সেখানে জাতীয় পতাকাকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে।’
তিনি আরও বলেন, ‘তালেবান দখল নেওয়ার পর থেকে তারা আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে তালেবানের পতাকা টানিয়ে দিচ্ছিল। আমরা কাবুলেও এটা দেখেছি। অনেকেই তালেবানের এ আচরণে নাখোশ। তারপর তারা মেনে নিয়েছে। কিন্তু জালালাবাদের লোকজন তা মেনে নেয়নি। সেখানকার লোকজনের একটি বড় অংশ এর প্রতিবাদ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে শ খানেক লোক পতাকা হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ করছেন। পরে তারা জালালাবাদের গুরুত্বপূর্ণ স্কয়ারে আবারও জাতীয় পতাকা টানিয়ে দেন। এ নিয়ে তখন তালেবানের সঙ্গে সংঘর্ষ হয়। গোলাগুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।’
এদিকে বিবিসির পশতু সার্ভিসের খবরে বলা হয়, জালালাবাদ, কুনার ও খোস্ত শহরে দেশটির জাতীয় পতাকা হাতে তালেবানবিরোধী বিক্ষোভ হয়েছে। তবে এই বিক্ষোভ এখনই পুরো দেশে ছড়িয়ে পড়বে কি না, তা বলার সময় আসেনি। তবে দ্রুতই অনেক কিছু পাল্টে যাচ্ছে ও তালেবান এ নিয়ে চিন্তিত বলে বিবিসির পশতু সার্ভিসের সাংবাদিকেরা জানিয়েছেন।