জেল থেকে বাবা–মায়ের কাছে আরিয়ান

Reporter Name / ২৭৪ ooo
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

গতকাল শুক্রবার থেকেই মান্নতে সাজ সাজ রব ছিল। কিন্তু জামিনসংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় গতকাল আর্থার রোড জেল থেকে ছাড়া পাননি আরিয়ান।
আজ শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে জেল থেকে মান্নতের উদ্দেশে রওনা দিয়েছিলেন আরিয়ান। এক বিশাল কনভয় নিয়ে জেলে তাঁকে আনতে গিয়েছিলেন শাহরুখের দেহরক্ষী রবি।

গত ২৮ দিন ধরে দিনটির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা

গত ২৮ দিন ধরে দিনটির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা

সকাল থেকেই মান্নতের বাইরে অনুরাগীদের তুমুল উন্মাদনা। আটকের পর থেকেই গত ২৮ দিন ধরে দিনটির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা।

বাজনা বাজিয়ে, পটকা ফাটিয়ে, নেচে–গেয়ে আরিয়ানকে স্বাগত জানান শাহরুখ অনুরাগীরা।

তাঁরা উচ্চ স্বরে বলছিলেন, ‘উই লাভ শাহরুখ, উই লাভ আরিয়ান।’ মান্নতের বাইরে অপেক্ষায় ছিলেন সংবাদমাধ্যমগুলোর কর্মীরাও।

সকাল থেকেই মান্নতের বাইরে অনুরাগীদের তুমুল উন্মাদনা

সকাল থেকেই মান্নতের বাইরে অনুরাগীদের তুমুল উন্মাদনা

প্রথমে খবর ছিল আরিয়ানকে স্বাগত জানাতে একটি পাঁচতারা হোটেলে আছেন শাহরু

কিন্তু পরে জানা যায়, মান্নতেই আছেন শাহরুখ–গৌরী। তাঁদের অনেক আত্মীয়স্বজন মান্নতে উপস্থিত ছিলেন। জানা গেছে, আরিয়ানের গলা জড়িয়ে আবেগে কেঁদে ফেলেছিলেন শাহরুখ-গৌরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category