টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে
টঙ্গীর পশ্চিম আউচপাড়া এলাকায় নিপ্পন গার্মেন্টসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রবিন (২৬), অন্তর (২০), কাউসার শান্ত (২৬), আকরাম (২৭), শুভ (২৬)। তারা সকলে টঙ্গী এরশাদ নগরের বাসিন্দা।
এলাকাবাসি জানান, এরাশাদ নগর এলাকার শীর্ষ সন্ত্রাসী বোমা মনিরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এরা গাজীপুরসহ বিভাগে এলাকায় ছিনতাই, ডাকাতী করে আসছে। এই ডাকাত দলের অন্যতম সদস্য বোমা মনিরের আপন ছোট ভাই অন্তর। অপরাধীদের মূলহোতা বোমা মনিরকে গ্রেফতার করলেই এরশাদ নগর এলাকায় অপরাধ প্রবনতা কমে যাবে।
পুলিশ জানান, টঙ্গীর পশ্চিম থানাধীন উত্তর আউচপাড়া এলাকায় আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দেশিয় ধারালো অস্ত্র ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা
বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও ডাকাতির কথা স্বীকার করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দল। তাদের ডাকাতি প্রস্তুতি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।