টঙ্গীতে কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে এক আওয়ামী লীগ নেতার ঈদ পুনর্মিলনী আয়োজন

Reporter Name / ২৭০ ooo
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

টঙ্গীতে কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে এক আওয়ামী লীগ নেতা ঈদ পুনর্মিলনী আয়োজন করেন। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানা গেছে।

গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুরে মহানগরীর টঙ্গীর দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে প্যান্ডেল টাঙিয়ে জাকজমকপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের ভোজের দাওয়াত দেন গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপু।

দুপুর একটার পর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দিপুর বাসায় এসে উপস্থিত হয়। এরপর কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে শুরু হয় দুপুরের খাওয়া-দাওয়া। ভূরিভোজের পুরো অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ প্রচার করেন ইমরান হোসেন বাবু নামে এক ছাত্রলীগ নেতা।

ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা বলেন, আসসালামু অলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ৪৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপুর বাসভবনে। গাজীপুর সিটি করপোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নির্দেশে আমাদের ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপু ভাই তার বাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিশাল খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে একটি অনুষ্ঠান আয়োজন করার মতো চেয়ার, টেবিলসহ অন্যান্য মালামাল ছিল। ধারণা করছি, পুলিশ যাওয়ার আগেই আয়োজকরা তাড়াহুড়ো করে অনুষ্ঠান শেষ করে চলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category