টঙ্গীতে জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৯৪ ooo
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় ইউসুফ আলী সরকার রোডের শাখায়  জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই জমিতে থাকা ১০ লক্ষ টাকা মুল্যের বাউন্ডারী ওয়াল ও টিনসেট ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কাজল মিয়া গং  বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীর দত্তপাড়ার কাজল মিয়া গংদের সঙ্গে টঙ্গীর মুদাফা গ্রামের সাইদুল ইসলাম গংদের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল জামায়াত ইসলামীর সদস্য পরিচয়ে সাইদুল ইসলাম,নুরে আলম ও নেয়ামতের নেতৃত্বে  ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে থাকা ১০ লক্ষ টাকা মুল্যের বাউন্ডারী ওয়াল ও টিনসেট ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। এতে বাধা দেওয়ায় কাজল মিয়া ও তাঁর লোকজনকে অকথ্য ভাষায় গলমন্দ করে মারধর করতে উদ্যত হয়। এ ঘটনার পর কাজল মিয়া গংদের অভিযোগ থানায় গ্রহন না করায় তিনি গাজীপুর আদালতে মামলা দায়ের করেন।

কাজল মিয়া বলেন,এর আগেও সাইদুল ইসলাম আমাদের ৮ জনের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন আদালতে ৫৮১/২১নং মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গাজীপুর পি আই বি আমাদের পক্ষে তদন্ত রির্পোট আদালতে প্রেরন করেন। এরপর বাদী আদালতে নারাজি দিলে আদালত মামলাটির তদন্তবার পুনরায় গাজীপুর সিআইডি বরাবর প্রেরন করেন। সিআইডি তদন্ত শেষে তদন্ত রির্পোট আমাদের পক্ষে প্রেরন করেন।

অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। ভুয়া কাগজপত্র দিয়ে এ জমি কাজল মিয়া গং দাবী করছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category