টঙ্গীর দেওড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ৭টার দিকে ভাদাম এলাকার তুরাগ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন টঙ্গীর বড় দেওড়া এলাকার হাসান মিয়ার ছেলে হাসনাত (১১) ও একই এলাকার ওমর আলীর ছেলে ইউলাত হোসেন তামজিদ (১০)।
নিহত হাসনাত টঙ্গীর দেওড়া এলাকার হাজী মোহাম্মদ আলী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং তামজিদ কাজু খান মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
স্থানীয় ও স্বজনরা জানান, বুধবার দুপুরে বাসা থেকে বের হয় তারা দুই বন্ধু কিন্তু তারা কেউ আর বাসায় ফেরেনি। বিকেল থেকেই দুই পরিবার ও এলাকা বাসি খোঁজা খুঁজি করেও সন্ধান পায়নি। পরে থানা পুলিশ কে অবগত করলে তারাও এলাকাবাসীর সাথে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে দুইজনই নদীতে গোসল করতে গিয়েছিল তথ্য পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কে খবর দিলে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করতে সক্ষম হই। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.