টঙ্গীতে বিএনপির ২৬৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেপ্তার ৭

Reporter Name / ২১৮ ooo
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করার জন্য অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে শনাক্ত ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে পুলিশ। মামলায় পাঁচটি বাঁশের লাঠি ও দুইটি ইটের টুকরা জব্দ করে বিশেষ ক্ষমতা আইনে আটক ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ সূত্রে এই তথ্য জানায়। মামলায় গ্রেপ্তারকৃত ৭ আসামি হলেন ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন (৩৬), রাব্বি চৌধুরী (২১), আবু তাহের (২৭), মাহাবুব আলম (৩১), সোহেল (৩৬), হারুনুর রশিদ মিঠুন (২৮) ও রবি হোসেন (৩০)।

মামলায় পলাতক শনাক্তকৃত ১১ আসামি হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু (৪২), মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম সাজু (৪০), মহানগর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান মিরন (৩২), মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন (৩৪) ও যুগ্ম আহ্বায়ক জালাল (৩০), টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর (৪৮), টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক (৩৮), টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল (৩৪), টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহম্মেদ (৩৫), টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক রেদুয়ানোর রহমান প্রত্যয় (২৭) ও ফয়সাল আহম্মেদ (৩৬)। মামলায় ১৯ নম্বরে অজ্ঞাতনামা ২৩০/২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও ইটের টুকরা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য টঙ্গীর দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ পাঁচটি বাঁশের লাঠি ও দুইটি ইটের টুকরাসহ তাৎক্ষনিকভাবে ৭ জনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category