টঙ্গীতে যুব মহিলা লীগের কমিটি বাতিলের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Reporter Name / ৩১৮ ooo
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

নবগঠিত টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পদবঞ্চিত টঙ্গী পূর্ব থানার যুব মহিলা লীগের কমীর্রা। টঙ্গী প্রেসক্লাবের সামনে সোমবার সকাল ১১টা থেকে ১১টা ৩৫মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে এই সড়কে চলাচলকারী কয়েক শতাধিক যানবাহন রাস্তার দু’পাশে আটকে পড়ে এবং কয়েক হাজার যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ্ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, রোববার টঙ্গীর হাজী কছিম উদ্দিন পাবলিক স্কুল এন্ড কলেজে কয়েক শতাধিক নেতাকমীর্দের উপস্থিতিতে গাজীপুর জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক রুহুন নেছা রুনা ও যুগ্ম আহ্বায়ক আনোয়ারা বেগমের আনু মহিলা যুবলীগ টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক কমিটি ও পশ্চিম থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।
টঙ্গী পূর্ব থানার নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে পদবঞ্চিত নেতাকমীর্রা বিক্ষুব্ধ হয়ে উঠে। টঙ্গী পূর্ব যুব মহিলা যুবলীগের কমীর্রা সকালে টঙ্গী প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে যুব মহিলা লীগের কমীর্রা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে যানচলাচল বন্ধ করে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদ্য বাতিলকৃত টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা শোভা ও সাধারণ সম্পাদীকা শিল্পী আক্তারসহ শতাধিক নেতাকমীর্।
অবরোধ শেষে টঙ্গী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা শোভা বলেন, দুইদিন পর পর গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনা ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার সরকার আনু কমিটি ঘোষণা দেবেন আমরা তা মেনে নিতে পারবো না। আমি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সভাপতি আমাকে বহিষ্কার না করে আরেক জনকে কিভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এটা কোন সাংগঠনিক কাজ হতে পারেনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
এ সময় শিল্পী আক্তার জানান, দীর্ঘ ৪ বছর যাবত আমি যুব মহিলা লীগের সাথে রাজনীতি করে আসছি। বেশ কিছুদিন আগে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে বহিষ্কার করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নাজমা আপার কাছে আমাদের দাবি, গাজীপুর মহানগরের নতুন নেতৃত্ব চাই। তাহলে আমরা নতুন করে সাংগঠনিক নিয়ম গুলো জানতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category