টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে রেলের জমি দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন মার্কেট। স্থানীয় বউবাজার এলাকায় প্রতিদিন এই রেলপথ ব্যবহার করে অর্ধ শতাধিক ট্রেন চলাচল করে এবং এই রেলক্রসিং দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ। অথচ এখানে লেভেল ক্রসিং বা প্রতিবন্ধকতা না থাকায় ঝুঁকি নিয়ে রেলপথ পারাপার হন পথচারী ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রী। প্রায়ই বৌ-বাজার এলাকায় রেলে কাটা পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানায়, বৌ-বাজার এলাকায় রেললাইনের মাঝে এবং দুইপার্শ্বে দোকান ভাড়া নেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী একটি চক্রকে অগ্রিম বাবদ দিতে হয় সর্বনিন্¥ ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। প্রতিদিন এসব দোকান ও বিট থেকে ১০০-২০০ টাকা চাঁদা উত্তলেনা করা হয়। এ ছাড়া বিদ্যুৎ বিল বাবদ লাইট প্রতি নেওয়া হয় দৈনিক ৫০ থেকে ১০০ টাকা। বৌ-বাজার এলাকার রেলের জায়গা থেকে প্রতিদিন একাধিক প্রভাবশালী ব্যক্তির নামে চাঁদা তোলা হয়।
স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, রেললাইনের পূর্ব-দক্ষিণ পাশ ঘেঁষে সরকার বাড়ি রোডে গড়ে উঠেছে প্রায় ৫০টি দোকান ও গোডাউন। সিরিয়ালের প্রথম ১০টি দোকান থেকে দৈনিক ২০০ থেকে ২৫০টাকা করে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের নেতৃত্বে চাঁদা উঠানো হয়।
এবিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।
You must be logged in to post a comment.