1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

টঙ্গীতে ৩কোটি টাকা মূল্যের জমি দখল

রির্পোটারের নাম:
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ ০০০

প্রতিনিধি,টঙ্গী (গাজীপুর)
আদালতের নির্দেশ অমান্য করে গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় জোরপূর্বক ৩কোটি টাকা মূল্যের জমি দখল করে সেমিপাকা বিøডিং নির্মানের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই জমিতে থাকা ১০ লক্ষ টাকা মুল্যের বাউন্ডারী ওয়াল ও টিনসেট ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর আবেদনে গাজীপুর আদলত টঙ্গী পশ্চিম থানা পুলিশকে আইন শৃংখলা বজায় রাখার নির্দেশ দিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, টঙ্গীর আউচপাড়ার সাইদ সরকার ও কাজল মিয়ার সঙ্গে টঙ্গীর মুদাফা গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার সাইদুলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে থাকা ১০ লক্ষ টাকা মুল্যের বাউন্ডারী ওয়াল ও টিনসেট ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। এতে বাধা দেওয়ায় সাইদুল সরকার ও কাজল মিয়া ও তাঁর লোকজনকে অকথ্য ভাষায় গলমন্দ করে মারধর করতে উদ্যত হয়। এ ঘটনার পর বাদী সাইদ সরকার গাজীপুর আদালতে আবেদন করলে আদলত টঙ্গী পশ্চিম থানা পুলিশকে আইন শৃংখলা বজায় রাখার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীপক্ষ লোকজন নিয়ে গতকাল শুক্রবার পর্ষন্ত দখলকাজ অব্যাহত রাখছে। এতে উভয় পক্ষের মধ্যে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
সাইদ সরকার ও কাজল মিয়া বলেন,এর আগেও সাইদুল ইসলাম আমাদের ৮ জনের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন আদালতে ৫৮১/২১নং মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গাজীপুর পিআইবি আমাদের পক্ষে তদন্ত রির্পোট আদালতে প্রেরন করেন। এরপর বাদী আদালতে নারাজি দিলে আদালত মামলাটির তদন্তবার গাজীপুর সিআিইডি বরাবর প্রেরন করেন। সিআইডি তদন্ত শেষে তদন্ত রির্পোট আমাদের পক্ষে প্রেরন করেন।
অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। ভুয়া কাগজপত্র দিয়ে এ জমি সাইদ সরকার ও কাজল মিয়া গং দাবী করছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই কাজী নেওয়াজ আদালতের নির্দেশ পেয়ে ১৪৫ ধারায় উভয় পক্ষকে আইন শৃংখলা বজায় রাখার নির্দেশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony