টঙ্গীতে ৪শ’ টাকার জন্য ছুরিকাঘাতে কিশোর খুন

Reporter Name / ২৭৩ ooo
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :  ছুরিকাঘাতে আহত কিশোর মো. সালমান (১৮) ১৩ দিন বাসায় চিকিৎসাধীন থাকার পর শনিবার মৃত্যুবরণ করেছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায়।
টঙ্গী পূর্ব থানার এস আই মো. ইয়াছিন আরাফাত জানান, মো. সালমান (১৮), মিলন মিয়া এবং সজিব হোসেন স্থানীয় মরকুন পশ্চিম পাড়া এলাকায় বসবাস করে আসছে। তারা তিনজনই একে অপরের বন্ধু ছিল। পরিচয়র সূত্রে মিলন নামক ব্যক্তি মো. সালমানের কাছ থেকে ৪শ টাকা ধার নেয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও টাকা ফেরৎ না দেয়ায় গত ৩ জুলাই-২০২১ইং সালমান ওই টাকা আনতে মিলনের কাছে যায়। মিলন টাকা ফেরৎ দিতে টালবাহানা করে। এ নিয়ে সালমান ও মিলনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলনের সহযোগী মরকুন পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কুড়িগ্রাম গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. সজিব ধাঁরালো ছোঁরা দিয়ে পিছন থেকে সালমানের বাম কানের নীচে স্ব-জোরে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সালমানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে চিকিৎসা চলমান অবস্থায় শনিবার ভোর ৪ টায় মো. সালমান মৃত্যুবরণ করে। খবর পেয়ে টঙ্গী থানার এস আই ইয়াছিন আরাফাতসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ এবং ঘটনার সাথে জড়িত মো. সজিবকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে মো. মিলন পলাতক রয়েছে। পুলিশ মিলনকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছে।
নিহত মো. সালমান জামালপুর জেলার বকশিগঞ্জ থানার ফুলদোপাড়া গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে বলে জানা গেছে। টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category