গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৬০ জনকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া অভিযান চলে রাত ১০টা পর্যন্ত। অভিযানে উদ্ধার করা হয় নগদ টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি, চাকুসহ বিভিন্ন জিনিস।
এলাকার লোকজন জানায়, বস্তির চারদিক থেকে ঘিরে র্যাব, পুলিশ, সেনা, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। সেনাসদস্যরা এক এক করে বস্তির প্রতিটি ঘর তল্লাশি করেন। এ সময় বিভিন্ন ঘর থেকে উদ্ধার হয় মাদক বিক্রির ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি চাকু, দুটি ছোরাসহ বিভিন্ন জিনিস। এ সময় ৬০ জনকে আটক করা হয়।
অভিযানটি পরিচালিত হয় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। এতে অংশ নেন গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্য, র্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হানুল ইসলাম।
রায়হানুল ইসলাম জানান, টঙ্গীর মাজার বস্তির লোকজন ছিনতাই, ডাকাতি, রাহাজানিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই বস্তিতে অভিযান পরিচালনা করেছি। আমরা বিভিন্ন অপরাধে জড়িত, চিহ্নিত সন্ত্রাসী, মাদকসেবী, মাদক বিক্রেতাসহ মোট ৬০ জনকে আটক করেছি। পাশাপাশি মাদকদ্রব্যসহ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয় এমন বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। রমজান মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনজীবনে স্বস্তি ফেরাতে আমাদের এ অভিযান চলমান থাকবে।
অভিযান শেষে আটক ৬০ ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের আমাদের থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।