টি-টোয়েন্টির বিশ্বসেরা সাকিব; সেরা দশে নেই বিশ্বকাপজয়ী স্টোকস!

Reporter Name / ১৯৩ ooo
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

পরিসংখ্যান কি সবসময় সঠিক তথ্য দেয়? কিংবা পরিসংখ্যান দিয়ে কি সবসময় গ্রেটদের বিচার করা যায়? দুটি প্রশ্নের জবাবই হবে ‘না’। যেমন আন্তর্জাতিক টি-টোয়েন্টির অল-রাউন্ডারদের তালিকার সেরা দশে আপনি খুঁজে পাবেন না ইংল্যান্ডকে গতকাল বিশ্বকাপ জেতানো বেন স্টোকসকে। আবার ঠিকই শীর্ষস্থানে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান!

ব্যাপারটা মজার না? পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের টার্গেট তাড়ায় ইংল্যান্ড যখন ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে, তখন ব্যাট হাতে রুখে দাঁড়ান বেন স্টোকস। কোনো বিধ্বংসী ইনিংস নয়, সময়ের চাহিদা মিটিয়ে ৪৯ বলে ৫২* রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ অল-রাউন্ডার।

তিনি সেটাই করেছেন, দল তার কাছে যা চাইছিল। এর আগে বল হাতে দারুণ ডেলিভারিতে একটা উইকেটও নিয়েছেন।

 

এই প্রথম নয়, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও ইংল্যান্ডের শিরোপা জয়ের নায়ক এই বেন স্টোকস। তার হাত ধরেই একসঙ্গে দুই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সেই স্টোকসকে কি পরিসংখ্যান দিয়ে মাপা যায়? আজ পর্যন্ত আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি অল-রাউন্ডারের তালিকায় সেরা দশের ৯জনই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের কেউ নয়। শুধু মঈন আলী আছেন বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিনিধি হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category