ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজট ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি

Reporter Name / ৩০০ ooo
Update : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
Exif_JPEG_420

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আব্দুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট ও ঈদে ঘরমুখো অতিরিক্ত যানবাহনের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ছুটির দিন থাকলেও সকাল থেকে মহাসড়কে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে করে সড়কের আব্দুল্লাহপুর, টঙ্গী বাজার, স্টেশন রোড, চেরাগআলী মার্কেট, বোড বাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বাড়ছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঈদযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।

চালক ও যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী গাড়ি মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় যানজটে পড়ে। ফলে ১২ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে প্রায় দুই ঘণ্টা।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার পিযুষ শাহা জানান, মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট ও খানাখন্দের ফলে যানবাহন ধীর গতিতে চলতে হচ্ছে। তবে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category