তারেক রহমানের ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘিরে আগ্রহ ও কৌতুহল

নিজস্ব প্রতিবেদক / ১১৭ ooo
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‌‌‌‘আই হ্যাভ অ্যা প্ল্যান। ফর দ্য পিপল অব কান্ট্রি, ফর মাই কান্ট্রি’।

বৃহস্পতিবার দেশে ফেরার পর পূর্বাচলের তিনশ’ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মার্কিন অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত ভাষণের একটি উক্তি তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রিয় ভাই-বোনেরা, মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন না আপনারা? তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ অ্যা ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই— আই হ্যাভ অ্যা প্ল্যান,ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি (দেশের মানুষের জন্য, দেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে)। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।

পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, আজকে এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে।আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হব।

১৫ মিনিটের ভাষণ শেষ করার পর নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর আবার মাইকের কাছে ফিরে এসে নিজের পরিকল্পনার কথা মনে করিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মনে রাখবেন, উই হ্যাভ অ্যা প্ল্যান। উই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব।

তারেক রহমানের ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্যের পর দলের চেয়ারম্যানের আগামী দিনের পরিকল্পনা জানতে কৌতুহল তৈরি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category