তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা

Reporter Name / ২৯৮ ooo
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন।

তাদের গ্রেফতার করা গেল কিনা, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ৫ জানুয়ারি তারিখ রেখেছেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

চার মামলায় দণ্ডিত হয়ে লন্ডন অবস্থান করছেন তারেক রহমান। তার স্ত্রীও সেখানেই আছেন।

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় এ মামলা করে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category