বিদ্যুতের ঘাটতির কারণে সারা দেশ যখন তীব্র লোডশেডিংয়ের কবলে—ঠিক সেই সময়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, আগামী দুয়েক দিনের মধ্যেই জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
আজ বুধবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষ খালেদা-তারেক জিয়ার অগ্নিসন্ত্রাসের শিকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপির দুঃশাসন কি ভুলে গেছেন দেশবাসী? আন্দোলন-সংগ্রাম করে নাকি আমাদের সরকারকে উৎখাত করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা যদি এখনো সংঘাত করে তাহলে আমেরিকাই তো তাদের ভিসা বন্ধ করে দেবে। আমি বলে দিয়েছি, তারা যেভাবে খুশি আন্দোলন করে করুক, কোনো বাধা যেন না দেয়া হয়। তারা ভেবেছে, বিদেশিরা তাদের নাগরদোলায় করে ক্ষমতায় বসিয়ে দেবে। আসলে বাইরের শক্তি তাদের ব্যবহার করবে কিন্তু ক্ষমতায় বসতে দেবে না। ক্ষমতায় কোনো দলকে বসাতে পারে শুধু জনগণ।