রবিবার(২৪ জুলাই) বিকালে রাজধানী তুরাগ থানা আওয়ামীলীগের উদ্যোগে কামারপাড়া স্কুল এ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সন্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। তুরাগ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সভাপতিত্বে আয়োজিত
অনুষ্ঠানে, উদ্ধোধক হিসাবে ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম মান্নান কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এম. পি। ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের আইন বিষায়ক সম্পাদক এডভোকেট মোঃ আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোঃ মহিবুল হাসান।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম ডি হালিম, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ জাহাঙ্গীর হোসেন যুবরাজ,হরিরামপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, হরিরামপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলামসহ প্রমূখ।
প্রধান অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের এমন নেতৃত্ব চাই যারা নিঃস্বার্থ ভাবে সমাজের উন্নয়নে কাজ করবে। এমন কমী চাই না, যারা মাদক সন্ত্রাস ও মানুষ হত্যা করে। তাদের কোনো ভাবেই পদ পদবী দেওয়া হবে না বা অন্যান্য দল থেকে এসে এখানে পদ-পদবী নিবে এই সুযোগ নেই, আমরা একটি শান্তিপূর্ণ কমিটি চাই। আাওয়ামী লীগ করার জন্য যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবে তারা যেন নিষ্ঠার সাথে কাজ করতে পারে এবং সোনার বাংলাদেশ গড়তে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।