1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে মানবের কল্যাণ করা যায় না — আজমত উল্লা খান

রির্পোটারের নাম:
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৯১ ০০০

গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছেন, ‘একটা প্রতিষ্ঠান যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো মানবের কল্যাণ করা যায় না। তাই গাজীপুর সিটি কর্পোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশনে পরিণত করতে হবে। আমি সেজন্য আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই।’
তিনি শনিবার মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি টঙ্গী পৌরসভায় একটানা ১৮ বছর দায়িত্ব পালন করেছিলাম। আমার দল দুই বারই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো না। কিন্তু ১৮ বছরে আমার বিরুদ্ধে ১৮ টাকার দুর্নীতির অভিযোগ আল্লাহর রহমতে কেউ আনতে পারে নাই। সুতরাং এইভাবেই সিটি কর্পোরেশনকে আমরা গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই সিটি কর্পোরেশনের মালিক নির্বাচিত মেয়র-কাউন্সিলররা নন। তারা মাত্র পাঁচ বছরের জন্য কেয়ারটেকার দারোয়ান হিসেবে কাজ করবে। এই সিটি কর্পোরেশনের মালিক এই নগরের ৩৫ লক্ষ জনগণ, এই সিটি কর্পোরেশনের মালিক ১২ লক্ষ ভোটার। আল্লাহ যদি আপনাদের সহযোগিতায় আমাকে কামিয়াব করেন, সিটি কর্পোরেশনের দরজা সব সময়ের জন্য জনগণের জন্য উম্মুক্ত থাকবে। যাতে করে তারা তাদের সমস্যাগুলো নিয়ে সরাসরি মেয়রের সাথে আলাপ করতে পারেন।’
আজমত উল্লা খান আরো বলেন, এই এলাকায় আমরা যারা বসবাস করি, তাদের রাস্তা-ঘাট, ড্রেন-কালভার্ট-ব্রিজ উন্নয়নসহ সুপেয় পানির ব্যবস্থা করা, একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলা, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি নগর হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনকে গড়ে তুলা, আমাদের এলাকার সার্বিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে পাস করে প্রথমেই সাত শত কোটি টাকা দিয়েছেন। আবার এক হাজার পাঁচ শত ঊনপঞ্চাশ কোটি টাকা দিয়েছন। তার পর আবার তিনি ২০ হাজার ৮শ ২৮ কোটি টাকা দিয়েছেন। তিনি আরো বলেন, ‘আমাদের এই নগরীকে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলার জন্য, এই যে আজকে ময়লা আবর্জনার স্তুপ, এই ময়লা আবর্জনার স্তুপ সরিয়ে এটাকে সুন্দর পরিষ্কার করার জন্য প্রধানমন্ত্রী ৭শ ৮২ কোটি টাকা দিয়েছেন।’ তিনি বলেন, ‘কাজ করতে টাকার প্রয়োজন হয়, কাজ ছাড়া টাকার প্রয়োজন হয় না। কিন্তু কাজ থাকলে টাকা থাকতেও কাজ হয় না। এটা কি মেনে নেয়া যায় ? এতো টাকা দিলেন, এই রাস্তাটার অবস্থাটা আপনারাই দেখতেছেন।’ তিনি বলেন, ‘টাকা থাকতেও কাজ কেন হয় নাই ? অনেকে বলেন ‘ডাল মে কুচ কালা হ্যায়’ এই কালাটা কী আমরা দেখেছি। আমরা দেখেছি, বহিষ্কৃত মেয়রের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিষ্ঠিত যে পত্রপত্রিকা টেলিভিশনে অনেক দুর্নীতির প্রমাণচিত্র বের হয়েছে। এমনকি মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোট ডিভিশনে তার দুর্নীতি নিয়ে রিট পিটিশন হয়েছে। বিশ্ব ইজতেমার মাঠও তার দুর্নীতি থেকে রেহাই পায় নাই। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দুর্নীতির প্রমান পেয়ে তাকে শোকজ করেছে।’
নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান প্রখর রোদ উপেক্ষা কারে শনিবার দিনভর প্রচারাণায় ব্যস্ত ছিলেন। তিনি শনিবার সকাল ৯টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত নগরীর ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের প্রায় ২৭টি নির্ধারিত গুরুত্বপূর্ণ পয়েণ্টে পথসভা ও গণসংযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony