দেশের সমৃদ্ধি এসেছে আওয়ামী লীগের ২১ বছরে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name / ২০২ ooo
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

আওয়ামী লীগের ২১ বছরের শাসন আমলে দেশের সমৃদ্ধি এসেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাংলাদেশ স্বাধীনতার পর ২১ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সময় দেশে অনেক সমৃদ্ধি এসেছে। আর বাকি ২৯ বছর ক্ষমতায় ছিল বিএনপি জামাত ও অন্যান্যরা। তখন দেশের কোন উন্নতি হয়নি, দেশ অনেক পিছিয়ে গেছে।’

আজ শনিবার গাজীপুর চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে গাজীপুর মহানগর যুবলীগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা  বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর ও শেখ হাসিনার নেতৃত্বে প্রায় ১৭ বছর। শেখ হাসিনার নেতৃত্বে চলতি ১৩ বছর মেয়াদের সময় অনেক অর্জন হয়েছে। কিন্তু দুঃখজনক হলো স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতা বিরোধীরা দেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ধর্মীয় উস্কানি দিচ্ছে।এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরিণতি আরও খারাপ হবে।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান রাসেল সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খাঁন, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category