1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ‘কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে গণ্ডগোল’ বাধিয়েছে – আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক

রির্পোটারের নাম:
  • Update Time : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১৮১ ০০০

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ‘কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে গণ্ডগোল’ বাধিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না।

শুক্রবার বেলা ১১টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের দেওয়া উপহারের দুইটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আনিসুল হক বলেন, ‘ একটি কুচক্রী মহল তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য গন্ডগোল লাগিয়েছিল। সেটি জনগণ গ্রহণ করেনি। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না।’

অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর আইনমন্ত্রী ভারত সরকারকে ধন্যবাদ জানান।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বন্ধু হিসেবে জনগণের কল্যাণের জন্য ভারত সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ঘনিষ্ঠ আত্মীয় এবং আজীবন বন্ধু।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে ও আখাউড়া সহকারী কমিশনার (ভ‚মি) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাসুদ বিন মোমেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজ।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সঙ্গীতা দুরাইস্বামী, উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওছার জীবন ও ঢাকার গুলশান অঞ্চলের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony