নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক / ১২৮ ooo
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি গতকাল পদত্যাগ করা এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। 

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। এই বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category