ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত কুমার মোদির সঙ্গে প্রেম নিয়ে এই মূহূর্তে আলোচনার তুঙ্গে রয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।
সুস্মিতাকে ‘বেটার হাফ’ উল্লেখ বৃহস্পতিবার সন্ধ্যায় ললিত মোদির এক টুইটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তাদের বিয়ের গুঞ্জন।
পরে আরেক টুইটে ললিত মোদি জানান, বিয়ে নয় সুস্মিতার সঙ্গে আপাতত ডেট করছেন তিনি।
এবার এসব নিয়ে শুক্রবার বিকেলে মুখ খুললেন সুস্মিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মেয়ের সঙ্গে একটা সেলফি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি খুব সুখী। বিয়ে হয়নি…আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে দিয়েছি। এবার জীবন এবং কাজে ফিরি। সবসময় আমার খুশি ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ। আর যারা করেন না, তাদেরও.. সবাইকে ভালোবাসি।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে সুস্মিতার সঙ্গে চারটি ছবি পোস্ট করে সম্পর্কের কথা জানান দেন ললিত মোদি।
বলিউড ডিভার প্রতি ভালোবাসা প্রকাশ করে ললিত মোদি লেখেন, ‘মালদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম। আর ‘বেটার হাফ’ সুস্মিতার কথা তো আলাদা করে বলতেই হবে। অবশেষে একটি নতুন জীবনের শুরু।’
প্রথম টুইটে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে উল্লেখ করলেও পরের টুইটে বিষয়টি পরিষ্কার করেন ললিত মোদি। ফের তিনটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, আমরা কেবল একে অপরের সঙ্গে ডেট করছি, বিয়ে করিনি। তবে একদিন সেটাও হবে।’
গত বছর দীর্ঘদিনের প্রেমিক রেহমানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন সুস্মিতা। যদিও বিচ্ছেদের পরেও একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। তবে এখন ললিত মোদির সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের শুরু করছেন অভিনেত্রী।