মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বলেছেন, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলায় ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবির কর্মকর্তারা নিজেদের পরিচিত ও কাছের মানুষদের সাক্ষী হিসেবে হাজির করেছেন।
এনডিটিভি জানায়, এই মামলার মূল তদন্তকারী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন নবাব মালিক।
আজ শনিবার কয়েকটি ছবি প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই ছবিতে যাকে দেখা যাচ্ছে তারা হলেন ফ্লেচার প্যাটেল ও এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বোন জেসমিন ওয়াংখেড়ে।’
আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলায় ফ্লেচার প্যাটেলকেই সাক্ষী করেছে এনসিবি।
ফ্লেচার প্যাটেলের সঙ্গে সমীর ওয়াংখেড়ের আরেকটি ছবি প্রকাশ করে নবাব মালিক প্রশ্ন করেন, ‘এনসিবি কর্মকর্তারা তাদের পরিচিতদের এই মামলায় সাক্ষী হিসেবে দেখাচ্ছেন কী করে?’
গত ২ অক্টোবর মুম্বাই উপকূলের একটি প্রমোদতরীতে অভিযান চালানোর পরে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়।
গত সপ্তাহে, মালিক কয়েকটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন, ২ অক্টোবর ওই বিলাসবহুল ক্রুজে অভিযান চালানোর পরপরই ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘অভিযান শেষে এনসিবির সমীর ওয়াংখেড়ে বলেছিলেন ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে। কিন্তু সত্য হলো, সে দিন মোট ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ঋষভ সচদেবা, প্রতীক গাবা ও আমির ফার্নিচারওয়ালা নামে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছিল।’
ঋষভ সচদেবা এক বিজেপি নেতার আত্মীয় বলে জানা গেছে।
এনসিবি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘মুম্বাই পুলিশের মাদকবিরোধী সেলের উচিত এই বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করা।’
এর আগে গতকাল শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও রাজ্যে মাদক অভিযান নিয়ে বিজেপির সমালোচনা করে করেছেন।
৩ অক্টোবর গ্রেপ্তারের পর থেকে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন ৪ বার খারিজ করেছেন মুম্বাই আদালত।