1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

নিহতদের কোটি টাকা ক্ষতিপূরণসহ ৩০ দাবি এনডিপির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৬৪ ০০০
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ দেওয়াসহ অন্তর্বর্তী সরকারের কাছে ৩০ দফা দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান কে. এম. আবু তাহের এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে কে. এম. আবু তাহের বলেন, দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্রে ২০০৯ সালে ক্ষমতায় এসে স্থায়ীভাবে দেশ শাসনের উদ্দেশ্যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের লেজুড়বৃত্তি রাষ্ট্রে পরিণত করেন। দেশের মানুষের ওপর পরিবার হত্যার প্রতিশোধ নিতে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন। দেশের মানুষের প্রতি তাঁর কোনো ভালোবাসা ও জবাবদিহি না থাকায় শত শত ছাত্র-জনতার মৃত্যুর পরও হাজার হাজার মৃত্যুর বিনিময় হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন।

এ সময় তিনি আন্দোলনে শহীদদের পরিবার প্রতি এক কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের দাবি জানান। একই সঙ্গে তিনি আহতদের বিনা মূল্যে সু-চিকিৎসা এবং ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি প্রদানের দাবিও জানান।

তিনি দাবি জানিয়ে বলেন, শেখ হাসিনাসহ দোষী ব্যক্তিদের বিচার করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাংলাদেশের রাজনীতিতে আজীবন নিষিদ্ধ করতে হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সকল রাজনৈতিক ও গায়েবি মামলা প্রত্যাহার এবং সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ছাড়াও তিনি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ; গণহত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা; সরকারি ক্রয়ে ইনডেমনিটি বাতিল; বিদ্যুৎ উৎপাদনের কুইক রেন্টাল চুক্তিসমূহ বাতিল; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস; ব্যাংক খাত পুনর্গঠন; ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি ও সমঝোতা স্মারক জনসমক্ষে প্রকাশ; বিডিআর বিদ্রোহের বিচার; হেফাজতে ইসলামীর সমাবেশে হত্যাযজ্ঞের বিচার; মুক্তিযুদ্ধের সঠিক ও বিস্তারিত ইতিহাস প্রকাশ; বিশেষ কমিশন গঠন করে পাঠ্যপুস্তক সংশোধন; বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন; বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার; বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি ঘটনা তদন্ত ও রিপোর্ট জনসম্মুখে প্রকাশ এবং ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদেশে অর্থ পাচারের ঘটনাসমূহ তদন্তের জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

এনডিপির মহাসচিব আবদুল্লাহ-আল-হারুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony