আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ চলছে। সেখানকার বেশ কয়েকটি তল্লাশি চৌকি নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। আজ বৃহস্পতিবার মুহাম্মদ জালাল নামে এক তালেবান নেতার টুইটের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
তালেবানের ওই নেতা টুইটে জানান, গতকাল রাত থেকে পাঞ্জশিরে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত কয়েক ডজনের বেশি তল্লাশিচৌকি তারা দখলে নিয়েছেন। পাঞ্জশিরে পাহাড়ের ওপর একটি তল্লাশিচৌকিতে আগুন জ্বলছে এরকম একটি ছবিও পোস্ট করেছেন মুহাম্মদ জালাল।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। এর ফলে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তালেবানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে পাঞ্জশির প্রদেশ। সেখানে তালেবানের বিরুদ্ধে লড়ছে বিরোধীরা। আফগানিস্তানের প্রয়াত মোজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ সেখানে তালেবানের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে গতকাল বুধবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, তালেবান পাঞ্জশির ঘিরে ফেলেছে। সেখানে থাকা বিদ্রোহীদের সমঝোতায় আসতে আহ্বান জানায় তারা। আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান।