এনজিও’র ঋণ পরিশোধ করতে না পারায় এবং পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। আজ শুক্রবার ভোর রাতের দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ঘাতক স্বামী সত্তার শেখকে (৫০) পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। নিহত তাহমিনা বেগম (৪৫) এর লাশ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে। আটক সত্তার শেখ (৫০) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত জোনাব আলী শেখের পুত্র।
নিহত তহমিনার ছেলে রবিউল ইসলাম জানান, তার মায়ের নামে স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তিদের কাছ থেকে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা সুদে ঋণ নিয়ে ছিলো তার বাবা। এই ঋণ পরিশোধ নিয়ে বিভিন্ন সময় পারিবারিক সমস্যা হতো এবং তার বাবা সত্তার শেখ প্রায় সময়ই তার মা তাহমিনাকে মারধর করতো। গতকাল বৃহস্পতিবার তাদের নিজস্ব একটি অটোরিক্সা তার বাবা বিক্রিয় করার জন্য নিয়ে যায়। তবে পরিবারের অন্যরা তা বিক্রয় না করতে দিয়ে ফিরিয়ে নিয়ে আসে।