পুকুরে ডুবে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

Reporter Name / ২৩৫ ooo
Update : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

কক্সবাজারের রামুর জোয়ারিনালা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার দুজন ছাত্র মারা গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিয়নের পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের ছেলে জনি (৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স। তিনি জানিয়েছেন, শিশু দুটি খেলার ছলে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category