গাজীপুর পুলিশ লাইনসে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলার তিন আসামিকে ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার আসামিরা হলেন মো. বাবুল, মো. মানিক ও মো. কিবরিয়া। তারা বেলুন সরবরাহকারী বলে এজাহারে বলা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন শনিবার রাত সাড়ে ১১টার দিকে মামলাটি করেন।
এজাহারে বলা হয়, শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে মূল অনুষ্ঠান মঞ্চে চলে যান। কিন্তু বেলুনগুলো আকাশের দিকে না ওড়ে পুলিশ লাইন্সের ভিতরে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনে গিয়ে পড়ে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে আসা মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি পুনরায় বেলুনগুলো ওড়ানোর জন্য গেলে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে রনিসহ পুলিশের চার কনস্টেবল দগ্ধ হন।
এজাহারে আরও বলা হয়, আসামিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেলুনের মধ্যে কৌশলে ক্ষতিকারক দাহ্য পদার্থ বা গ্যাস ব্যবহার করে বেলুন সরবরাহ করায় এগুলো বিস্ফোরিত হয়।
এমনকি বেলুনগুলো পার্শ্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষতির আশংকা ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
আলমগীর হোসেন বলেন, ‘শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তের কাজ চলছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা নাশকতার প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে বিস্ফোরণের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত উপকমিশনার রেজওয়ান আহমেদ বলেন, ‘আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই প্রতিবেদন জমা দেয়া হবে।’