1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

পেনশন স্কিমে নিবন্ধন ৫০ হাজার ছাড়াল

রির্পোটারের নাম:
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১১৫ ০০০

সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের আগ্রহ বাড়ছে। উদ্বোধনের প্রথম চার দিনে নিবন্ধন অর্ধলাখ ছাড়িয়েছে। পেনশনের কিস্তি জমা দিয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যক্তি। পেনশন তহবিলে চাঁদা জমা পড়েছে পৌনে তিন কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা জানান, আজ রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৫ হাজার ৪৭৫ জন চাঁদা জমা দিয়েছেন। জমা হওয়া চাঁদার পরিমাণ ২ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, চতুর্থ দিন বিকেল পর্যন্ত নিবন্ধন ৫০ হাজার ছাড়িয়েছে। যেখানে তৃতীয় দিন শেষে ছিল ৪০ হাজার। সে হিসাবে চতুর্থ দিনে ১০ হাজারের বেশি আবেদন পড়েছে। আর এ সময় চাঁদা দিয়েছেন ১ হাজার ১৫০ জন।

পেনশন কর্তৃপক্ষ মনে করছে, কতজন আবেদন করেছেন, সেটা বড় কথা নয়। বরং কতজন মানুষ পেনশন সুবিধা বা স্কিম গ্রহণ করেছেন, সেটাই বড় কথা।

এ ব্যাপারে অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা বলেন, ‘আবেদন তো করেছেন অনেকে। আসলে আমরা মনে করি, আবেদন কতজন করেছেন তা নয়। বরং যে আমাদের কাছে টাকা জমা দিল, সেই আমাদের সদস্য।’

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। প্রতিটি মানুষ চাইলে পেনশনে আওতায় আসতে পারবেন। এত দিন যা শুধু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং হাতে গোনা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ভোগ করতেন। পেনশন আওতায় আসতে করতে হবে নিবন্ধন ও আবেদন। এর জন্য কিছু নিয়মকানুন ও নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। এ জন্য অনলাইন সিস্টেম ২৪ ঘণ্টাই খোলা রয়েছে।

তবে, কেউ অনলাইনে পেনশন স্কিমের জন্য নিবন্ধন করতে ব্যর্থ হলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়ও তা করা যাবে।

পেনশনের চার স্কিমের মধ্যে ‘প্রবাস’ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, ‘প্রগতি’ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য, ‘সুরক্ষা’ স্বকর্মে নিয়োজিতদের জন্য, আর ‘সমতা’ নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য রাখা হয়েছে।

স্কিম ভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা, সর্বোচ্চ চাঁদা ১০ হাজার টাকা। কত পরিমাণ চাঁদা, কত দিন ধরে পরিশোধ করা হয়েছে, তার ওপর ভিত্তি করে মাসে সর্বনিম্ন ১ হাজার ৫৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা পেনশন পেতে পারেন।

একজন পেনশনভোগী ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তবে ন্যূনতম টানা ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতা মারা গেলে নমিনি পেনশন পাবেন। এ ক্ষেত্রে চাঁদাদাতার বয়স যে বছর ৭৫ হতো, ওই বছর পর্যন্ত নমিনি পেনশন পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony