রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ভ্লাদিভোসতোকে ইস্টার্ন ইকোনোমিক ফোরামের উদ্বোধন করেন। এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্ট।
এর মধ্যে ছিল জুলাই মাসে হওয়া শস্য চুক্তির বিষয়টি। গত জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য চুক্তি হয়। যার মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা খাদ্য শস্য বের হওয়ার সুযোগ তৈরি হয়।
তবে পুতিন দাবি করেছেন, এই শস্য নিয়ে প্রতারণা করছে পশ্চিমারা। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে খাদ্য সংকটের কথা বলে চুক্তি করলেও ইউক্রেনের শস্য যাচ্ছে ইউরোপে।
এ ব্যাপারে পুতিন বলেন, ইউক্রেন থেকে যে শস্য রপ্তানি হচ্ছে তার মাত্র ৩ ভাগ উন্নয়নশীল দেশগুলোতে যাচ্ছে, বেশিরভাগ যাচ্ছে ইউরোপে। আগের সময়গুলোতে ইউরোপের দেশগুলো ঔপনিবেশিক শক্তির মতো আচরণ করেছে। এখনো তারা এটি করে যাচ্ছে। আরেকবার তারা উন্নয়নশীল দেশগুলোকে বঞ্চিত করছে।
পুতিন হুশিয়ারি দিয়েছেন, যদি এমনটি হতে থাকে তাহলে বিশ্বে খাদ্য সংকট বেড়েই যাবে।
তিনি আরও বলেছেন, খাদ্য শস্য চুক্তি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে কথা বলবেন তিনি।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান
You must be logged in to post a comment.