টঙ্গীতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তি ও দুঃস্থদের চাকুরির নিয়োগপত্র, হাইটেক কৃত্রিমপা, হিয়ারিং এবং ব্রেইলবইসহ অন্যান্য উপকরন বিনামুল্যে বিতরণ করেন শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং জেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে নতুন বাজার এলাকায় সমাজ ক্যলান মন্ত্রণালয়ের মৈত্রী শিল্পের মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আরও বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যান মন্ত্রনালয়ের অতিরক্তি সচিব (প্রশাসন) ড. শাহ আলম ও যুগ্মসচিব, একসেস ইনফরমেশন এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।