প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রাম শহরে পরিণত হয়েছে: তোফায়েল

Reporter Name / ২২৪ ooo
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২

বিএনপি ক্ষমতায় এলেই অন্যায়-নির্যাতন করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার বিকেলে ভোলা সদরের কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে তোফায়েল আহমেদ বলেন, ‘তারা আবারও ২০০১ সালের মতো ধর্ষণ, নির্যাতন, অত্যাচার করবে। সুতরাং আপনারা সতর্ক থাকবেন, যাতে কোনো মতেই অশুভ শক্তি ক্ষমতায় আসতে না পারে। বিএনপি শুধু বক্তৃতা-বিবৃতি দেয়, অপপ্রচার চালায়, কিন্তু আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামগুলো শহরে পরিণত হয়েছে।’

কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category