বগুড়া-৬ এবং ঢাকা-১৭ এই দু’টি আসনে লড়বেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ৫২ ooo
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার পাশাপাশি রাজধানী ঢাকাতেও লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ এবং ঢাকা-১৭ এই দু’টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর, ২০২৫) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ।
তিনি আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু’টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটি দলীয় সিদ্ধান্ত। একটি বগুড়া-৬ আসন এবং আরেকটি ঢাকা-১৭ আসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে যথাক্রমে বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু’টি আসনে অর্থাৎ বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বলে বনানী- গুলশান- বারিধারা এলাকায় পোস্টার টানানো হয়েছে। তবে বর্তমানে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
তিনি আরো বলেন, নিজের বাড়ি ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থ সাহেব নির্বাচন করবেন। তিনি তার দলের নির্বাচনি মার্কায় নির্বাচন করবেন। এই আসনে (ভোলা-১) ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এখন এই আসনে বিএনপি আন্দালিভের বিপরীতে কোনো প্রার্থী রাখবে না বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category