জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে প্রায় ৩০মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।
শনিবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এই বিক্ষোভ কর্মসুচী পালন করা হয় এবং বিক্ষোভকারী নেতাকর্মীরা গাসিক মেয়রকে অবাঞ্চিত ঘোষণা করেন ও বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটুক্তিকারী ও গাজীপুর মহনগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বিরুপ মন্তব্যকারী এবং দেশে দুইটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সুনাম ক্ষুন্নকারী জামাত বিএনপির এজেন্ট নব্য রাজাকার প্রতারক শাহেদ ও হেলেনা জাহাঙ্গীরের সহযোগী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবী জানান।
যতদিন পর্যন্ত গাসিক মেয়রের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত ২১সেপ্টেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক চার মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়। চার মিনিটের ওই ভিডিওতে শুরুতেই বলতে শোনা যায়, মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা যায়। তার দাবি, বঙ্গবন্ধু তার স্বার্থে এই বিষয়টি উল্লেখ করেছেন। পাকিস্তান ভাঙার পেছনে রাষ্ট্রপতি হওয়ার বাসনা কাজ করেছে বলেও মনে করেন মেয়র জাহাঙ্গীর আলম।