টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গীর ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
শনিবার ( বিকেল সাড়ে ৪ থেকে সন্ধ্যা সাড়ে ৬ পর্যন্ত) প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টঙ্গীর বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে রাখেন এবং গাসিক মেয়রের বহিষ্কারের দাবীতে মহাসড়কে আগুন লাগিয়ে দেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাসিক মেয়র পদ থেকে বহিষ্কারের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটুক্তিকারী ও গাজীপুর মহনগর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নিয়ে বিরুপ মন্তব্যকারী এবং দেশে দুইটি
গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সুনাম ক্ষুন্নকারী জামাত বিএনপির এজেন্ট নব্য রাজাকার প্রতারক শাহেদ ও হেলেনা জাহাঙ্গীরের সহযোগী গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম নুরু, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য কাইয়ূম সরকার, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কে এম নাছির,
টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর।