স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এই দুই জেলায় প্রায় ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বানভাসি এসব মানুষের দুঃখ-দুর্দশা দেখে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে সাধারণ মানুষজন। কাজ করছেন শোবিজ অঙ্গনের শিল্পীরাও।
এবার সূদুর অস্ট্রেলিয়া থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এক ফেসবুকবার্তায় এই চিত্রনায়িকা বলেন, ‘বন্ধুরা আমি সবার উদ্দেশে কিছু কথা বলতে চাই। আমি ইদানীং দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি যুদ্ধ চলছে! অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছে না যে, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে। আবার এ কথাও সত্যি যে, আমরা সবাই একে অপরের চেনামুখ।’
শাবনূর আরও বলেন, ‘দিন শেষে আমাদের সবার চলার পথ একটাই। চলার পথে আমাদের একে অপরের মুখোমুখি হতে হবে। একে অপরের সুখ-দুঃখে আমাদেরকেই পাশে থাকতে হবে। তাই আমরা এসব যুদ্ধে লিপ্ত না হয়ে, আমাদের রাগ-ক্ষোভ পেছনে ফেলে নিজেদেরকে সুন্দর জীবনমুখী করে তুলি। এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সব বন্যা-কবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ায়। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ধন্যবাদ! আশাকরি সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন। অপরকে ভালো রাখলে আল্লাহও আপনাকে ভালো রাখবে।’
উল্লেখ্য, প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। জানা গেছে, অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের স্বামীর সঙ্গে ব্যবসা করছেন শাবনূর।
সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এই অভিনেত্রীর।