ইতিহাস সৃষ্টি করল আফগানিস্তান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানরা প্রথমবারের মত।
সেন্ট ভিনসেন্টের আর্নল্ড ভেলে গ্রাউন্ডে বাংলাদেশ এবং আফগানিস্তান যখন মুখোমুখি হচ্ছিল তখন মাঠের বাইরে নিশ্চয়ই প্রার্থনায় বসেছিল অস্ট্রেলিয়া। কারন তাদের সেমিফাইনালে যাওয়াটা যে নির্ভর করছিল এই ম্যাচের উপর। ম্যাচে আফগানিস্তান হারলেই অসিদের সেমিফাইনাল নিশ্চিত হতো।
কিন্তু সেটা হতে দেননি রশিদ খান-নাবিন উল হকরা। বাংলাদেশকে ডিএলএস মেথডে ৮ রানে পরাজিত করে প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আফগানিস্তান। বিশ্ব ক্রিকেটে নতুন এক ইতিহাস সৃষ্টি করল আফগানরা।
আরো একবার বাংলাদেশ হারল ব্যাটারদের চরম ব্যাটিং ব্যর্থতায়। বোলাররা দারুনভাবে তাদের কাজটা সম্পন্ন করলেও ব্যাটাররা পারেনি তাদের কাজটা করতে। যেটা বাংলাদেশের ব্যাটাররা পারেনি পুরো বিশ্বকাপ জুড়েই। বোলাররা জয়ের মত মঞ্চ তৈরি করে দিলেও সে মঞ্চটা ভেঙ্গে দিয়েছে ব্যাটাররা।
তানজিদ তামিম, শান্ত, সাকিব, সৌম্য, মাহমুদউল্লাহ কেউই নিতে পারেনি দায়িত্ব। দায়িত্বহীনতার ফল যা হওয়ার ঠিক তাই হয়েছে। বাগে পেয়েও আফগানিস্তানকে হারানো গেলনা।
আফগান যোদ্ধারা বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তারা মুখোমুখি হবে দক্ষিন আফ্রিকার। এখন আফগানিস্তান ফাইনালে খেলে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবেনা। আফগান যোদ্ধারা দেখিয়ে দিল মাঠে লড়াইটা কিভাবে করতে হয়।