বিএনপিকে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ২৫৪ ooo
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনীতির নামে বিএনপিকে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আমরা কোনো নোংরা রাজনীতি মেনে নিবো না। এসব বিষয়ে সবাইকে সর্তক থাকবে হবে। দেশে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে।

রবিবার (৩১ জুলাই) সচিবালয়ে শোকাবহ আগস্ট মাসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের কৌশল রয়েছে নির্বাচনে যাবে কি জানে না, তবে দেশে বিশৃঙ্খলা করবে সেটা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ আন্দোলনে নামবে কি নামবে না সেটা জনগণের ওপর নির্ভর করছে। তবে এটা নিশ্চিত; দেশ যেভাবে এগিয়ে চলছে, আলোকিত হচ্ছে, সেখানে মানুষ আর কোনোদিনও অন্ধকারে ফিরে যাবে না এবং বিএনপিকে তারা চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তা-ঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category