1. meghnaonline24@gmail.com : দৈনিক মেঘনা :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিএনপির ১০ দফায় গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ

রির্পোটারের নাম:
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ ০০০

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি তুলে ধরেছে বিএনপি। এর মধ্যে সরকারের পদত্যাগ, সংবিধানে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, বর্তমান নির্বাচন কমিশন বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল বিরোধীদলীয় নেতাকর্মীর মুক্তি ও সাজা বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন ও সন্ত্রাস দমন আইন বাতিলের দাবি রয়েছে। একই সঙ্গে আগামী দিনে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দিয়ে রেখেছে বিএনপি। তবে এসব দাবি ও হুশিয়ারিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। নেতাকর্মীদের উজ্জীবিত করতেই বিএনপি এসব করছে বলে ক্ষমতাসীনরা মনে করছেন। আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে আলাপ করে সরকারি দলের এমন অবস্থানই জানা গেছে।
এ অবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতমুখী অবস্থানের কারণে
আগামী দিনগুলোতে রাজনীতির অঙ্গন উত্তপ্ত হতে পারে। তবে সংঘাতের দিকে যাওয়ার আশঙ্কা কম।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এ বিষয়ে বলেন, ‘তারা তাদের কথা বলেছে। এটা নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখার কী আছে? তারা দীর্ঘদিন ধরেই এসব কথা বলে যাচ্ছে। তারা বলে যেতে থাকুক। অপোজিশনে থেকে তারা তাদের কথা বলবে, আর আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। এটাই তো গণতন্ত্রের রীতি। আমাদের ময়মনসিংহের ফুলফুরের শামসু ভাই (গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাবা) বলতেন, ‘বিএনপিরে যা খুশি তাই বলতে দেন। তা না হলে আমরা আন্দোলন করমু কি দিয়া?’ সুতরাং কর্মীদের উজ্জীবিত করার জন্য টনিক মার্কা বক্তব্য বিএনপিকে দিতে হচ্ছে, দিচ্ছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ‘বিএনপি প্রমাণ করেছে তারা জঙ্গিবাদের দল। কারণ, জঙ্গি দমনের জন্য যে আইন করেছে সরকার, তা বাদ দেওয়ার কথা বলেছে তাদের পঞ্চম দফায়। অন্য সব দাবি দিয়েও জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে বলে আমি মনে করি। এর আগে তো তারা ক্ষমতায় ছিল। তারা এসব কেন বাস্তবায়ন করেনি? আর তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কবর রচনা করেছেন খালেদা জিয়া ও তারেক জিয়া।’ তিনি বলেন, খালেদা জিয়া একগুঁয়েমি করেছিলেন। তারেক রহমানের যেনতেন আচরণে প্রাসাদ ষড়যন্ত্র করা হয়েছিল। এই উদ্দেশ্যে এক কোটি একুশ লাখ ভুয়া ভোটার করা হয়েছিল, (নির্বাচন কমিশনে) দেড় শ জন ছাত্রদলের ক্যাডারকে নিয়োগ দেওয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের বয়স বৃদ্ধি করা হয়েছিল। পরবর্তী সময়ে ইয়াজউদ্দীনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি করা হয়েছিল। এসব করেই তত্ত্বাবধায়ক সরকারের কবর রচনা করেছিলেন তারা। সুতরাং এসব কিছুর পর এ দেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার আর হবে না।

বিএনপির দাবিগুলোর বিষয়ে ক্ষমতাসীন দলের বিপরীত অবস্থান কি রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দেবে?Ñ এ প্রশ্নে কারও কারও উদ্বেগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শান্তনু মজুমদার  বলেন, ‘আমি আশাবাদী রাজনীতি সংঘাতের দিকে যাবে না। আমার ধারণা, ২০১৪ সালের মতো আরেকটি সংঘাতময় পরিস্থিতি মেনে নেওয়ার ক্ষমতা এই জাতির নেই। আমার মনে হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দলÑ দুই দিক থেকেই এমন শুভবুদ্ধির উদয় হবে। ক্ষমতাসীনরা যেমন যথেচ্ছ আচরণ করতে পারবেন না, তেমনি বিরোধী দলগুলোও ইচ্ছামতো দাবি উত্থাপন করবেন এবং আশা করবেন দাবি পূরণ হবেÑ সেটা হতে পারে না। এমন হলে দুই পক্ষের বাড়াবাড়িতে জাতির যে ক্ষতি, তা বাড়তেই থাকবে। ফলে দুই পক্ষই অধিকার ও দায়িত্বশীলতাÑ এই দুটো বুঝে কাজ করবে। কারণ, আমি মনে করি আমাদের রাজনীতিবিদদের সে পরিপক্বতা আছে।’
শান্তনু মজুমদার আরও বলেন, ‘রাজনীতিবিদদের মুখের কথায় কোনো আপত্তি নেই। রাজনীতিতে ভাষা প্রয়োগ কখনো বিপদসীমা অতিক্রম করতে পারে; কিন্তু সহিংসতা অন্য জিনিস। আমি মনে করি, কথার খেলা চলুক, কথার কাটাকাটি হোক, কথার মারপ্যাঁচ চলুকÑ কিন্তু কোনোভাবেই যেন সহিংসতার দিকে পা না বাড়ান তারাÑ এটাই চাওয়া। আমি আশাবাদী, এ চাওয়া পূর্ণ হবে।’

বিএনপির ১০ দফার বিষয়ে শান্তনু মজুমদার বলেন, বিএনপির ১০ দফা মূলত এক দফা। সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল। বাকিগুলো বলার জন্য বলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিস্তারিত জানতে এসএমএস/ফোন করুন 👇

বিস্তারিত জানতে ছবিতে 👇 ক্লিক করে–ফেসবুকে এসএমএস করুন 👇

© All rights reserved © 2021
Theme Customized BY IT Rony