নথি জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) জনি খন্দকারকে আটক করা হয়েছে। আজ বুধবার আটকের এই ঘটনা ঘটে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
সিএমএম আদালতের নাজির রেজওয়ান খন্দকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জনি খন্দকারকে থানায় সোপর্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মামলার প্রক্রিয়া চলছে।’
আটক জনি খন্দকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৯ এর বেঞ্চ সহকারী। জনি খন্দকার সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গান গেয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
আদালত সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে আসামিকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশের জাবেদা নকলও সরবরাহ করা হয়েছে। পরে আবার ওই আসামিকে একই নথির আগের আদেশ ছিঁড়ে ফেলে প্রবেশনে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশেও ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করা হয়েছে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের পর নথি জালিয়াতির ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তিনি বেঞ্চ সহকারী জনি খন্দকারকে আটক করার নির্দেশ দেন। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।
You must be logged in to post a comment.