ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল।বিমানবন্দরে আটকে দেওয়া হয় চিত্রনায়িকা নিপুণকে।লন্ডন যেতে না পারা বাকি দুজন হলেন হবিগঞ্জের মো. গাফফার খান লিটন ও মিলন মিয়া।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে লন্ডন যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তবে কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।