বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ভুঁইয়া এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুর রশীদ ভুঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা, অসুস্থ, দুঃস্থ্য,প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন জনাব শামসুন নাহার এমপি-৩১৩, সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সভাপতি আব্দুর রশীদ ভুঁইয়া মেমোরিয়াল ট্রাস্ট। সঞ্চালনা করেন জনাব মোঃ শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ভুঁইয়া মেমোরিয়াল ট্রাস্টে। বক্তব্য রাখেন, ডাক্তার জালাল আহমেদ, কবির আহমেদ মন্ডল ১নং যুগ্ম আহবায়ক,জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর,মফিজুল হোসেন খান, জুলেখা আক্তার ঝুমুর সাধারণ সম্পাদক মহিলা শ্রমিক লীগ গাজীপুর মহানগর, শেকানুল ইসলাম শাহী, এড. সুনীল সরকার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।